Skip to content

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের ‘আমরণ অনশন',প্রথম দফার অনশনে নেই আরজি করের কেউ!

কলকাতা, নিজস্ব সংবাদাতা: জুনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছিলেন দাবি পূরণ না হলে শনিবার রাত সাড়ে আটটার পর থেকে অনশনে বসবেন। সেই মতো রাত সাড়ে আটটার সময় সাংবাদিক বৈঠক করে জানালেন, প্রথম দফায় ছ’জন জুনিয়র চিকিৎসক অনশনে বসছেন। যদিও তাঁর মধ্যে নেই আরজি করের কোনও জুনিয়র চিকিৎসক। এমনকি স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা লাইভ স্ট্রিমিং হবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, “এই মুহূর্ত থেকে আমরন অনশন বসতে চলেছি। কাজে ফিরছি। তবে খাবার খাব না।”বলেই জানিয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করেছিল কিন্তু লালবাজার ইমেলে স্পষ্ট জানায় পুজোর সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না। এদিকে সিবিআইয়ের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, ‘‘সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।’’

Latest