Skip to content

"কন্যাশ্রী কাপ" চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি মহিলা,এই মরশুমে দ্বিমুকুট জয় মেয়েদের!

নিজস্ব সংবাদদাতা : কিছু দিন আগেই ইন্ডিয়ান ওমেন’স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন দল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে কন্যাশ্রী কাপও নিজেদের ক্লাবে নিয়ে গেল লাল-হলুদ মহিলা ব্রিগেড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে ইস্ট বেঙ্গল এফসি জয়লাভ করে। লাল-হলুদ শিবিরের পুরুষ দল বহু দিন ট্রফির স্বাদ না পেলেও ইস্টবেঙ্গলের মেয়েরা এখন চ্যাম্পিয়ন। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নেতৃত্বে, লাল-হলুদ মহিলারা এই মরসুমে ঘরোয়া ডাবল জয় করেছে, এপ্রিলে ক্লাবের প্রথম ভারতীয় মহিলা লীগ শিরোপা এবং আজ তৃতীয় সিডব্লিউএফএল শিরোপা জিতেছে। মঙ্গলবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Latest