Skip to content

ধর্ষণের অভিযোগ,থানায় হাজিরা না দিয়ে কোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দের!

নিজস্ব সংবাদদাতা : গত ২৮ জুন মুর্শিদাবাদের কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন এক মহিলা। অভিযোগ,২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ ওই মহিলাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থাও করে দেওয়া হয়। এক রাতে আচমকাই সেই ঘরে মহারাজ হাজির হয়ে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। এবার মঙ্গলবার পুলিশি জিজ্ঞাসাবাদের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিসে গিয়ে হাজিরার নোটিস দিয়ে এসেছিল। তাতে বলা হয়, কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ থানায় তাঁকে আসতে বলা হয়। কিন্তু হাজিরা দেননি মহারাজ। তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের জন্য। আদালতের অনুমতির পর ২ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা। কার্তিক মহারাজের হয়ে হাই কোর্টে মামলা করেন আইনজীবী তথা বিজেপি কৌস্তুভ বাগচী। তিনি বলেন, "কার্তিক মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। রাজ্যের ওই পদক্ষেপের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।" এইদিকে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, মহিলার রক্তচাপ ‘অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে।’

Latest