নিজস্ব সংবাদদাতা : ‘দাদা’ জেলায় নেই, দু’বছর হল জেলে। তাঁর এই জেলযাত্রায় বোলপুর তথা গোটা বীরভূম জেলাই অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মত তাঁর ‘শুভাকাঙ্খী’দের। আর তাই বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হলো শনিবার ১০ ফেব্রুয়ারি। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংয়ের বলেন, “৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ ছিল। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা অবধি চলেছিল যজ্ঞ। তারপর ভোগ বিতরণ শুরু হলো। ১০ হাজার লোকের মতো ভোগ বিতরণ হয়েছে।
‘কেষ্টদা’র নামে বিরাট যজ্ঞ,খাবেন ১০-১২ হাজার মানুষ!
