Skip to content

খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা!

1 min read

অরিন্দম চক্রবর্তী: ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।খড়গপুরের সুভাষপল্লী বি.এন.আর. গ্রাউন্ডে আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করে মোট ১৩টি বিদ্যালয়ের প্রায় ১৮০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণা বিশ্বাস এবং সম্পাদক হিসেবে দীপিকা ঘোষ দায়িত্ব পালন করেন ।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পৌরপ্রধান, খড়গপুর পৌরসভা কল্যাণী ঘোষ, মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ সহ-সভাপতি প্রদীপ সরকার,খড়গপুর টাউন থানা আই.সি পার্থসারথি পাল,বাংলার মেয়েদের টেবিল টেনিস কোচ শ্রীপর্ণা নন্দ , রাজু গুপ্তা, প্রণবেশ মণ্ডল,অরিন্দম সিংহ প্রমুখ।

অতিথিবর্গ তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম সিংহ, কৃষ্ণা বিশ্বাস, দীপিকা ঘোষ-সহ খড়গপুর পশ্চিম চক্রের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

তাঁদের সুচারু ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সমগ্র আয়োজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Latest