পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : প্রদীপ পট্টনায়েক, বঙ্কিম মাইতির মতো বিজেপি নেতারা যোগ দিলেন তৃণমূলে। রবিবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।খড়গপুর বিধানসভা নির্বাচনে পাঁচ বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদীপ। এছাড়াও অবিভক্ত মেদিনীপুর জেলায় BJP-র প্রতিষ্ঠার সময় থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত তিনি। একবার মেদিনীপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৫৭ সালে জন্ম প্রদীপের, ৭৫ সাল থেকে খড়গপুর কলেজে থাকাকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সঙ্গে যুক্ত হন তিনি। লোকসভা নির্বাচনের আগে এই কর্মীদের দলত্যাগ কার্যত অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরের নেতাদের।