Skip to content

খড়গপুর স্টেশন থেকে দুই জনকে গ্রেফতার করলো চোরাই সোনার বিস্কুট নিয়ে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুর স্টেশন থেকে দুই জনকে গ্রেফতার করলো জিআরপি তাদের কাছ থেকে উদ্ধার হল সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, দিনার ও রুপো জিনিসপত্র যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। বৃহস্পতিবার রাত্রে যখন ভুবনেশ্বর হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনে ৭ নম্বর প্লাটফর্মে পৌঁছায় তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল। দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের দুজনের নাম রোশান কুমার মন্ডল ও উদয় কুমার ঠাকুর,জানা গেছে তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিপ মিনিস্টার মল্লু ভাট্টি বিক্রম, কোন কারনেই বিদেশ গিয়েছিলেন বাড়িতে রেখে গিয়েছিল কাজের ছেলে রওশন কুমার মন্ডল কে। রওশন কুমার মন্ডল বিহারের বাসিন্দা রওশন ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুর দুজনে বিহারে ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকায় তার বাড়ি থেকে চুরি করেছে প্রচুর পরিমাণে টাকা,সোনা, বিদেশি,কারেন্সি রুপোর জিনিসপত্র। ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল তিনি জানিয়েছেন কদিন আগে ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল। আর সেই চুরির তদন্ত চলছিল আজ আমরা যখন আমাদের স্টেশনের অভিযান চালাচ্ছিলাম তখন এই দুজনকে দেখেই সন্দেহ হয় তখনই পুলিশ অভিযান চালিয়েই দুজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এই জিনিসপত্র গুলি উদ্ধার করা হয়েছে। আজ এই দুই অভিযুক্তকে কোর্টে তোলা হয়েছে।

Latest