পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশজুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। রাজধানীর ওই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ ও জিআরপি। যাত্রীদের লাগেজ, ট্রেনের কামরা, প্ল্যাটফর্মের প্রতিটি কোণ— কোথাও যেন কোনো ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চলছে টানা নজরদারি। সূত্রের খবর, দিল্লির ওই বিস্ফোরণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন প্রায় ৩০ জন। ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তার পরেই দেশের সব গুরুত্বপূর্ণ রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। খড়গপুর-মেদিনীপুর স্টেশনের প্রতিটি প্রবেশদ্বারে চলছে চেকিং, সন্দেহ ভাজনদের জেরা, লাগেজ স্ক্যান— সব মিলিয়ে রেলপথে নিরাপত্তার বলয় এখন আরও আঁটসাঁট। যাত্রীদেরও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কোন প্রকারই সন্দেহ জনক বস্তু দেখলে রেল পুলিশের আধিকারিকদেরকে জানান।