Skip to content

আজ খড়গপুরের নতুন টিকিট বুকিং কাউন্টার উদ্বোধন করলেন সাংসদ দিলীপ ঘোষ !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খড়গপুরের ডিআরএম-এর সঙ্গে সাংসদ দিলীপ ঘোষ খড়গপুর রেলওয়ে স্টেশনের ১২৫ তম বর্ষ উদযাপন করলেন । স্টেশন মহোৎসব উদযাপনের জন্য একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাননীয় সাংসদ দিলীপ ঘোষ নতুন রেলওয়ে টিকিট কাউন্টার অফিসগুলির উদ্বোধন করলেন । উদ্বোধন করার পরে খড়গপুর থেকে গিরিময়দান রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি অসংরক্ষিত টিকিট কিনে পরিদৰ্শন করলেন।

Latest