Skip to content

খড়্গপুরের দুটি ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীসহ ৮৬ জন কৃতী পড়ুয়াকে বৃত্তি ও পুরস্কার দিলেন খড়্গপুরের 'সাঁতরা পরিবার'

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এগিয়ে এলো সাঁতারা পরিবার।সমাজসেবার অনন্য ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ এবারও নতুন বছরের প্রথমদিনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের বেনাপুর এলাকার বাসিন্দা 'সাঁতরা পরিবার' এবং তাঁদের বাণিজ্যিক সংস্থা 'সোমা এগ্রো পোল্ট্রি ফার্ম'- এর যৌথ উদ্যোগে খড়্গপুর ১নং ও ২নং ব্লকের ৮৬ জন কৃতী ছাত্রছাত্রী-কে এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হল। একইসঙ্গে, এই দুই ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের হাতেও আর্থিক অনুদান ও পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে বেনাপুরে সংস্থার অফিস চত্বরে তথা সাঁতরা পরিবারের বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর ১নং ব্লকের বিডিও সৌমেন দাস, ২নং ব্লকের বিডিও সুব্রত ঘোষ, প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক চিন্ময় চক্রবর্তী, স্থানীয় উপপ্রধান ও বেনাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও, এই দু'টি ব্লকের যথাক্রমে বেনাপুর উচ্চ বিদ্যালয়, খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের শিক্ষক-শিক্ষিকা ও কৃতী ছাত্রছাত্রীরাও এদিন উপস্থিত হয়েছিলেন। এই তিনটি স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ৮৬ জন কৃতী পড়ুয়াকে দিন আর্থিক বৃত্তি প্রদান করার সাথে সাথেই সংবর্ধিত করা হয়।সর্বোপরি, এদিন সম্মাননা প্রদান করা হয় খড়্গপুর ১নং ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী, যথাক্রমে- রামানন্দ দাস (৬৫৬/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) ও ডলি নন্দী (৪৫৮/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) এবং খড়্গপুর ২নং ব্লকের, যথাক্রমে- শুভময় পাত্র (৬৬৪/রাধাবল্লভপুর উচ্চ বিদ্যালয়) ও সন্দীপ দে (৪৬৭/তেলিপুকুর উচ্চ বিদ্যালয়)-কে। উদ্যোক্তাদের তরফে এদিন অনাদিকান্ত সাঁতরা ও নীলকান্ত আচার্য্য বলেন, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের উৎসাহিত করতেই প্রতি বছর ১ জানুয়ারি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Latest