Skip to content

কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি!

নিজস্ব সংবাদদাতা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী! কবির জন্মভিটে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার কবিতীর্থ চুরুলিয়া গ্রামে। কবি নজরুল দুই বাংলার এক অনন্য সংযোগ। বাঙালির সংস্কৃতিতে-সাহিত্যে-সংগীতে নজরুলের গভীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁকে “বাংলার কবি ও বাঙালি কবি” বলে অভিহিত করেন ১৯২৯ সালে। তৎকালীন কলকাতার অ্যালবার্ট হল বা বর্তমানের কফি হাউসে নজরুলকে জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনার অনুষ্ঠানে আচার্য রায় তাঁকে এই উপাধিতে ভূষিত করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। তিনি সেদিন বলেছিলেন, “আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব, তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব, তখনও তাঁর গান গাইব।”জানা যায়, ‘বিদ্রোহী’ কবিতাটি লেখা হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। এবং ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় এই কবিতাটি ছেপে বেরোয়। কবিতাটি বেরোনোর পর ওই কাগজের চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে তা দু’বার ছাপতে হয়েছিল। যদিও পরবর্তীতে ‘মোসলেম ভারত’ পত্রিকার কার্তিক সংখ্যায় এই কবিতা আবার ছাপা হয়।

Latest