Skip to content

শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, তারই ভিত্তিতে SET গঠন কলকাতা পুলিশের !

নিজস্ব প্রতিবেদন: রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী বৃহস্পতিবার বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। আর তার পরই রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়। ভোটের সময় রাজভবনে পুলিশের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও কলকাতা পুলিশের দাবি, এরকম কোনও তথ্য পুলিশের কাছে নেই। সে কারণেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে SET গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। মোট ৮ জন রয়েছেন এই তদন্তকারী দলে। শুক্রবার বেশ কয়েকজন আধিকারিক রাজভবনে যান। জিজ্ঞাসাবাদও করা হয় বেশ কয়েকজনকে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে তৎপর কলকাতা পুলিশ। স্পেশাল এনকোয়ারি টিম বা সেট গঠন করা হল। ওই তদন্তকারী দলে মোট ৮ সদস্য রয়েছেন। শুক্রবার রাজভবনে যান বেশ কয়েকজন আধিকারিক। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Latest