Skip to content

সম্প্রতি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল ত্রয়োদশতম ‘সহজিয়া উৎসব’স্মরণ করা হল প্রয়াত কবি অরুণ চক্রবর্তীকে!

1 min read

নিজস্ব সংবাদাতা: সম্প্রতি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল ত্রয়োদশতম ‘সহজিয়া উৎসব’। এ বারের উৎসবে স্মরণ করা হল ‘লাল পাহাড়ির দেশে যা’ গানটির রচয়িতা সদ্য প্রয়াত কবি অরুণ চক্রবর্তীকে। এ বারের ‘সহজিয়া সম্মান’ পেলেন মুর্শিদাবাদের প্রবীণ সাধক-গায়ক শ্রী খুদাবক্স ফকির এবং নগর বাউল শ্রী স্বপন বসু। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে গানে গানে কবিকে স্মরণ করলেন দেবদাস বাউল, মনসুর ফকির, খুদাবক্স ফকির, লক্ষ্মণদাস বাউল, গৌতমদাস বাউল, রীণা দাসী, রঞ্জন প্রসাদ, ভূমির সৌমিত্র রায়, স্বপন বসু, দেবপ্রতিম দাসগুপ্ত, তন্ময় কর, শোভনসুন্দর বসু, মৌনীতা চট্টোপাধ্যায় প্রমুখ। সহজিয়া ফাউন্ডেশনের কর্ণধার ও লোক সঙ্গীত গবেষক গায়ক দেব বলেন, "সহজিয়ার মূল কাজই হল লোকসঙ্গীতের নানা ধারা চর্চার মধ্যে দিয়ে শহর ও গ্রামকে এক সুতোয় গাঁথা। অরুণ দা এই সেতুবন্ধনের কাজটাই করে গিয়েছিলেন।

Latest