Skip to content

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ!

নিজস্ব প্রতিবেদন:  আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় সারা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেন চিকিৎসকরা।কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে তো বটেই, সোমবার থেকে দিল্লি, মুম্বই, লখনউ, কর্নাটক-সহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। দিল্লির এআইআইএমএস’এ সোমবার সকাল থেকে কর্মবিরতি চলছে। দাবি একটাই অভিযুক্তদের কঠো শাস্তি। দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের বাইরেও চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। CBI তদন্তের দাবি তুলেছেন সকলেই। দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল, ড. বাবা সাহেব অম্বেদকর মেডিক্য়াল কলেজ সহ একাধিক হাসপাতালে কর্মবিরতি চলছে। মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এর রেসিডেন্ট ডাক্তাররাও পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। মোমবাতি মিছিলও করেছেন তারা। স্লোগান উঠেছে, 'নৌ সেফটি, নো ডিউটি।'

কর্মবিরতির জেরে অচলাবস্থা রাজ্যের বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগ, বহির্বিভাগগুলিতে। রোগীরা চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন। বহু জায়গায় রোগীকে নিয়ে আসা তাঁদের বাড়ির লোকেরা অসহায় অবস্থায় অন্যত্র চিকিৎসার আশায় চলে যাচ্ছেন। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে চিৎকার শুরু করছেন। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা সচল করতে সব রকম ভাবেই উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার। 

Latest