নিজস্ব সংবাদদাতা : কলকাতার আরজি কর হাসপাতালে রাতের শিফটে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় আর বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার মেলেনি।প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব। ঠিক এক বছর আগে ১৪ অগস্ট মধ্যরাতে ইতিহাস তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। মহিলাদের রাত দখলের আন্দোলন ফুলকি থেকে দাবানলে পরিণত হয়েছিল। আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। খুনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই ঘটনার বর্ষপূর্তিতে রাত দখলের ডাক দিয়ে পথে নামলেন মেদিনীপুরে সাধারণ মানুষজন ।

রাস্তায় নামলেন অগণিত মানুষ।‘বিচার চাই, বিচার দাও’ (We Want Justice)- এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে ও মশাল মিছিল মেদিনীপুরের রাজপথ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই অবিচারের প্রতিবাদে পথচারীদের চোখে ভেসে ওঠে নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান— ন্যায় চাই, এখনই চাই। এক আন্দোলনকারী বলেন, “লড়াই জারি থাকবে। কারণ এখনও বিচার আমরা পাইনি। নিজস্ব সংবাদদাতা : কলকাতার আরজি কর হাসপাতালে রাতের শিফটে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় আর বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার মেলেনি।প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব। ঠিক এক বছর আগে ১৪ অগস্ট মধ্যরাতে ইতিহাস তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে।

মহিলাদের রাত দখলের আন্দোলন ফুলকি থেকে দাবানলে পরিণত হয়েছিল। আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। খুনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই ঘটনার বর্ষপূর্তিতে রাত দখলের ডাক দিয়ে পথে নামলেন মেদিনীপুরে সাধারণ মানুষজন । রাস্তায় নামলেন অগণিত মানুষ।‘বিচার চাই, বিচার দাও’ (We Want Justice)- এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে মেদিনীপুরের রাজপথ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই অবিচারের প্রতিবাদে পথচারীদের চোখে ভেসে ওঠে নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান— ন্যায় চাই, এখনই চাই। এক আন্দোলনকারী বলেন, “লড়াই জারি থাকবে। কারণ এখনও বিচার আমরা পাইনি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই ‘অভয়া রাত’-এ প্রতিবাদ কর্মসূচি চলছে। আমাদের এখনও মনে হয় যে এই ঘটনায় একের বেশি অভিযুক্ত রয়েছে। তাই আমাদের এখনও মনে হয় ন্যায়বিচার এখনও পায়নি ওই জুনিয়র চিকিৎসক। এমনকী ঘটনা কেন ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তাই একবছর পরেও আমরা আবার রাস্তায় নেমেছি”।