Skip to content

এসএসসি কেলেঙ্কারির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়: পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!

নিজস্ব সংবাদদাতা : ১৭ই এপ্রিল বৃহস্পতিবার 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের কাজের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট ৷ আদালত জানিয়েছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্কুলে পড়াতে যেতে পারবেন ৷ তবে কাজে যোগ দিতে পারবেন না Group-C এবং Group-D কর্মীরা। অর্থাৎ, ‘যোগ্য’ শিক্ষকরা স্কুলে গেলেও যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত অযোগ‍্যের সংখ্যা ৬ হাজার ২৭৬। চিহ্নিত অযোগ‍্য নন এমন শিক্ষাকর্মী ৩ হাজার ৩৯৩ জন। অর্থাৎ আগামী ৯ মাস স্কুলে যাবেন ১৬ হাজার ৮৪ জন শিক্ষক-শিক্ষিকা। এই সকল শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন।পরবর্তীতে সকলকে (শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩) পরীক্ষা দিতে হবে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যকে ৩১ মে'র মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে ৷ এই নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ৷

Latest