Skip to content

চিকিৎসক-আন্দোলনের ‘নেতা’ নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বৈঠক!

কলকাতা,নিজস্ব সংবাদাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ খানিক ক্ষণ বৈঠক করতে দেখা গেলো চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ কে। সমাজমাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচক হিসেবে বরাবরই নাম আসে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। অথচ এই নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ সন্ধ্যায় বৈঠক করেছেন। যা নিয়ে সমাজমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে। সেও আবার জুনিয়র ডাক্তারেরা ধর্মতলার যেখানে অবস্থান করছেন তার এক কিলোমিটারের মধ্যে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমি এক জন নাগরিক। আমি এক জন চিকিৎসক। কুণাল ঘোষও এক জন নাগরিক এবং সাংবাদিক। আমরা দেখা করেছি, কথা বলেছি।’’ চিকিৎসকদের আন্দোলন এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘‘এ নিয়ে আমি কোনও কথা বলব না।’’ তবে উভয় পক্ষই কী নিয়ে কথা হয়েছে সে ব্যাপারে মুখ খোলেননি। অন্যদিকে জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম আশফাকউল্লা নাইয়া জানান, ‘‘কেউ ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে দেখা করতেই পারেন। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে এ টুকু বলতে পারি, জুনিয়র ডাক্তারেদর তরফ থেকে উনি যাননি। আমরা কিছু জানি না।’’ যদিও বর্তমান প্রেক্ষাপটে নারায়ণ এবং কুণালের বৈঠক নতুন কিছু বার্তা বহন করছে নাকি সেটাই দেখার।

Latest