Skip to content

'মুখে মুখে ঘোষণা থাকা যাবেনা' রাতারাতি হরিয়ানা থেকে কোচবিহারে ১০৩ বাঙালি শ্রমিক!

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা: অঘোষিত নির্দেশিকা, ৭ আগস্টের পর কোনও বাঙালি হরিয়ানার ধানকোটের ১০২ নম্বর সেক্টরে থাকতে পারবে না। মুখে মুখে ছড়িয়ে পড়ে ব্যাপারটা। এর পর তড়িঘড়ি দেখতে গেলে এক কাপড়েই হরিয়ানা ছেড়ে কোচবিহার পৌঁছল হরিয়ানার ধানকোটে থাকা বাংলাভাষী শ্রমিকের দল। জানা যায়,মোট ১০৩ জন বাংলাভাষী শ্রমিক হরিয়ানার ধানকোট ১০২ নম্বর সেক্টর থেকে ঘরে ফিরেছেন। শ্রমিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কেউ কেউ ছয় বছর ধরে কাজ করছিলো কেউ বা তার চেয়েও বেশি সময় ধরে আত্মীয়-স্বজন নিয়ে ভাড়া বাড়িতে থেকে কাজ করছিলো। হঠাৎ করে দেখা যায় একের পর এক বাসিন্দাকে বাংলায় কথা বলার জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে এবং তারপর মুক্তিপণ চাওয়া হচ্ছে। ফলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। মহম্মদ সুমন শেখ নামে হরিয়ানা থেকে বাসে ফিরে আসা এক বাংলা শ্রমিক বলেন,"হরিয়ানার বিজেপি সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে ফিরে না এলে আমাদের মার খেয়ে হাসপাতালে পড়ে থাকতে হত।" আড়াই লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ঘরে ফেরা কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মফিজুল হক বলেন, "সেখানে মুখে মুখে ছড়িয়ে পড়ে ৭ আগস্টের পর কোনও বাঙালিকে থাকতে দেওয়া হবে না। তাই ভয় পেয়ে প্রাণ রক্ষার জন্য একটি বাস ভাড়া করে মোট ১০৩ জন বাঙালি শ্রমিক কোচবিহারে ফিরে এসেছেন।"

Latest