Skip to content

জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার পরিকল্পনা ও লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর এই গুরুত্বপূর্ণ সদস্যের আবু কাতাল মৃত্যু!

নিজস্ব প্রতিবেদন :  গত শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ নিরাপত্তারক্ষীদের ঝিলাম জেলার দিনা এলাকায় ভ্রমণ করছিল আবু কাতাল। সেই সময়ই তাকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়। হামলাকারীরা ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু কাতাল এবং তার এক নিরাপত্তারক্ষীর। আবু কাতাল পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ছিলেন। লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা এবং সাদা পোশাকের পাকিস্তানি সামরিক বাহিনী সবসময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আবু কাতাল ভারতে বহু জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল, বারে বারেই সেই প্রমা মিলেছে। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল, ৯ জুন জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে ফিরে আসার সময় তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কাতালের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

Latest