Skip to content

ধর্ষণ রুখতে কড়া আইন প্রণয়নের আর্জি, মোদিকে চিঠি মমতার!

নিজস্ব সংবাদদাতা : সারাদিনে দেশে ৯০টি করে ধর্ষণ হচ্ছে। রুখতে প্রয়োজন কড়া আইনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠিটি প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল কোর্টে কড়া আইনের মাধ্যমে যাতে এই ধরনের ঘটনার  ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা যায় এবং দোষী বা দোষীদের শাস্তি দেওয়া যায় সেবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।বৃহস্পতিবার মোদীকে চিঠি লিখে মমতা তিনি দাবি করেছেন, মহিলারা যাতে সুরক্ষিত বোধ করেন, সেজন্য ধর্ষণের ঘটনায় ইতি টানতে হবে। সেটা সকলেরই দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের জন্য ধর্ষণের ঘটনায় ইতি টানতে হবে। প্রণয়ন করতে হবে কঠোর আইন। দ্রুত শুনানির সময় ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করতে হবে। ১৫ দিনের মধ্যে শেষ বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে সেই চিঠির বিষয়ে সংবাদমাধ্যমের কাছে নিজে সরাসরি কিছু জানাননি তিনি। সেই চিঠির বিষয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

May be an image of text

Latest