অপূর্ব মজুমদার : পয়লা সেপ্টেম্বর সোমবার , এলআইসি-র ৬৯ তম প্রতিষ্ঠাতা দিবস। যথাযোগ্য মর্যাদায় এল আই সি এর ৬৯ তম জন্মবার্ষিকী পালন করল খড়্গপুর ডিভিশন। সংস্থার পতাকা উত্তোলন করেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শৈবাল ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত ছিলেন শৈবাল ভট্টাচার্য, মার্কেটিং ম্যানেজার উত্তম কুমার মন্ডল, ম্যানেজার সেলস্ রাহুল ভট্টাচার্য, ইংলিশ চ্যানেল জয়ী সোনার মেয়ে আফরিন জাবি। এছাড়াও বক্তব্য রাখেন কয়েকটি ইউনিয়ন এর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী শংকর মান্না, জয় ব্যানার্জী, সম্রাজ্ঞী চক্রবর্তী, জয় চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার সেলস্ রাহুল ভট্টাচার্য। প্রারম্ভিক ভাষণে সংস্থার সাফল্যের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন উত্তম কুমার মন্ডল। সংস্থার পক্ষ থেকে আজকের প্রধান অতিথি আফরিন জাবিকে সম্বর্ধনা দেওয়া হয়। উনি মেদিনীপুর শহরের দেওয়ান নগরের বাসিন্দা। মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু। গত ২৯শে জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন আফরিন। প্রায় ৩৪ কিমি দূরত্ব সাঁতরে পৌঁছন উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ়ে। সময় লাগে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট।

অতলান্তিকের হিম জলে (তাপমাত্রা মাত্র ১১ ডিগ্রি) লড়াই চালিয়ে নজির গড়েন এই বঙ্গতনয়া।দেশে ফিরে দিল্লিতে আত্মীয়ের বাড়িতে ছিলেন কিছুদিন। ১৩ ই আগস্ট সকালে ফেরেন খড়্গপুরে। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলে ফেরেন মেদিনীপুরে।তবে আফরিনের মেদিনীপুরে আসার আগেই তাঁর জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব। এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে। যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী তাই তার এই সাফল্যে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে।মেদিনীপুর সুইমিং ক্লাবের ছাত্রী আফরিন মেদিনীপুর কলেজে সমাজবিজ্ঞানের ছাত্রী। সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শৈবাল ভট্টাচার্য বলেন এল আই সি গত এক বছরে ১ কোটি ৭৮ লক্ষ পলিসি তুলেছে। প্রিমিয়াম বাবদ আয় হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার ছ শো সত্তর কোটি টাকা। খড়্গপুর ডিভিশন তুলেছে ৬৫০ কোটি টাকা মাত্র ১০ টা ব্রাঞ্চ নিয়ে। এটাও ভারতবর্ষের ইতিহাসে প্রথম। ২ কোটি ২৯ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে গ্রাহকদের। গত ২০ শে সেপ্টেম্বর এক দিনে চার লাখ অষ্টআশি হাজার এজেন্ট পলিসি জমা করেছিল। এটা গিনেস বুক অব ওয়ার্ল্ড এ রেকর্ড হিসাবে নথিভুক্ত হয়েছে। ১ - ৭ বীমা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।