নিজস্ব সংবাদদাতা : ২৫শে জানুয়ারী রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে নবম অন্বেষা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো ।কবিতা পাঠ, অণুগল্প পাঠ ও আলাপচারিতায় অংশ নেন ঝাড়গ্রাম,পশ্চিম ও পূর্ব মেদিনীপুর,হাওড়া সহ একাধিক জেলার প্রায় শতাধিক কবি সাহিত্যিক। উল্লেখ্য ৩৭ বছরের ক্লাব বহড়াদাঁড়ি নেতাজী ক্লাব। এলাকার সাহিত্য প্রতিভাকে বিকাশ ঘটাতে বিগত নয় বছর ধরে সাহিত্য সম্মেলন আয়োজন হয়ে আসছে ক্লাবের পক্ষ থেকে। এবছরও ব্যতিক্রম হয়নি। ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী জেলার কবি সাহিত্যিকদের নিয়ে আয়োজিত হয় সাহিত্য সম্মেলন ও অন্বেষা পত্রিকা প্রকাশনা। অনুষ্ঠানে কবিরা কবিতা পাঠ করেন,হয় দীর্ঘ আলাপচারিতা। অনুষ্ঠান মঞ্চ থেকে অমলেন্দু নাহা রায় (ঝাড়গ্রাম),জীতেন্দ্র নাথমাহাত(বেলপাহাড়ী),মুকুল কুমার পাল (খড়্গপুর), অনিমেষ সিংহ (গোপী-১), অনিরুদ্ধ রানা (গোপী-২),পার্থ মৈত্র (সাঁঞাপাড়া),তপন কুমার মহাপাত্র (কৌড়দা এগরা), রামকৃষ্ণ সাহু (রোহিনী)এই কবি গণকে অন্বেষা সাহিত্য সম্মাননা প্রদান করা হয় এবং নকুল চন্দ্র বেরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশিয়াপাতা জিএম হাইস্কুল,ভাগবত শীট, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বনপুরা তারকনাথ হাইস্কুল, দিলীপ বটব্যাল কর্ণধার সারদা বিদ্যা মন্দির কেশিয়াড়ী মহাশয় তিনজনকে শিক্ষা ও সংস্কৃতি সম্মাননা প্রদান করা হয়। অন্বেষা সাহিত্য সম্মেলন এর মুখ্য উপদেষ্টা প্রদীপ কুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী কবি ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরও জানান প্রফুল্ল মাহাত, মানিক মাইতি,বিনয় কৃষ্ণ জানা, অসীমা দে এর কাব্যগ্রন্থ প্রকাশ হয়। উপস্হিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে ডাঃ সৌমেন্দু বারিক, খগেন জানা, ডাঃ অলক কুমার দাস, ডাঃ সুশীল রঞ্জন বিশ্বাস,ড.সুজিত কুমার দে, অধ্যাপক অমিত কুমার মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বেশ্বর মহাপাত্র, সৌমেন্দ্র নাথ মাহাত।উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাজী।অনিতা প্রধান, সুনিতা প্রধান, পাপিয়া দাস, মৌমিতা মহাপাত্র,বসন্ত কুমার প্রধান-এর সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠান টি সাফল্য মন্ডিত হয়েছে।