Skip to content

নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ। সামাল দিতে নামতে হয় লকেট চট্টোপাধ্যায়কে !

নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর, সম্প্রতি একটি মিটিং ছিল হুগলি সাংগঠনিক জেলার অফিসে । কথা ছিল বুথ স্তরের সভাপতিদের নিয়ে মিটিং হওয়ার । সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ বিক্ষোভ দেখায় সেখানে। মূলত নির্বাচনের দায়িত্ব থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে তারা। এমনকি হট্টগোল থামাতে ছুটে গেলেন খোদ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রীতিমতো দু হাত তুলে কর্মীদের থামাচ্ছেন। বিজেপির দলীয় কার্যালয়ের মধ্যে উঠছে স্লোগান। শোনা যাচ্ছে মানছি না, মানব না। হাত তুলে চীৎকার করছেন একদল কর্মী। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসে যাওয়াটা লোকসভা নির্বাচনের মাঝে যে বেশ অস্বস্তির, সেটা স্পষ্ট। শাসক দলের দাবি, তৃণমূলকে আক্রমণ করার আগে নিজেদের দলকে সামলাতে হবে বিজেপিকে। তবে বিজেপি নেতারা বলছেন, ‘কী হয়েছে, সেটা না জেনেই কথা বলছে তৃণমূল।’ ভিডিয়োতে দেখা গিয়েছে,কর্মীদের একাংশ চেঁচিয়ে বলছে,'বিজেপি তৃণমূলের দালালি মানছি না, মানব না।’  এরপরই লকেট দলীয় নেতৃত্বকে বলছেন, ভোটের আগে কাউকে কোথাও সরানো হবে না। ক্ষতি করার থাকলে করুন। কিন্তু এইরকম হট্টগোল করবেন না। ভিডিয়ো ভাইরাল হয়ে যেতে পারে। মিডিয়ার কাছেও চলে যেতে পারে।সবার কথা শোনা হবে বলেও আশ্বস্ত করতে শোনা যাচ্ছে লকেটকে। প্রকাশ্যে কীভাবে এই ভিডিয়ো ? তা অজানা।

Latest