Skip to content

উত্তরপ্রদেশের ফতেপুর এলাকার লাইনচ্যুত হল দু’টি মালগাড়ি!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের ফতেপুর এলাকার। সিগন্যালের অপেক্ষায় নিজের মতো দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই হঠাৎ পিছন থেকে এসে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ সিগন্যাল না পেয়ে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। ওই লাইনেই চলে আসে আরও একটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। এরপর দু’টি মালগাড়িরই বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে ফতেপুরের ডেডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি)। ওই লাইন ধরে শুধু মালগাড়িই যাতায়াত করে। আর তাই দুর্ঘটনার ফলে যাত্রিবাহী ট্রেন চলাচলের উপর কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল।

Latest