Skip to content

দলীয় কর্মী খুন হতে পারে, তা নিয়ে ষড়যন্ত্র!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধিকারীদের নিয়ে কেশপুর ব্লকে তিন নম্বর অঞ্চলে পাঁচকুঁড়িতে ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সংগঠন বৈঠকে যোগদান করেন। বৈঠকের পর বেরিয়েছি ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব চাঞ্চল্যকর মন্তব্য করলেন তাঁর আশঙ্কা, ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে এবং সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে।একটা বড় ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী হিরণ ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। কেশপুরের মাটিতে দাঁড়িয়ে এমনই চাঞ্চল্য মন্তব্য দাবি করে দেব। ঘাটালে ভোটে জিততে এমনই রাস্তা নিয়েছে বিজেপি। তিনি বলেন, ''বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে বিজেপি প্রার্থী ও তাদের দলের।'' এর পর সবাইকে সাবধান করার স্বরে দেব বলেন, ''আমি আগে থেকে বলে রাখছি, এ রকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে ১০ বছর ধরে শান্তি রেখেছি। শান্তি রাখার চেষ্টা করেছি।পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে। দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি, কোন ভাবেই তা নষ্ট করতে দেব না। কোন অশান্তি হবে না। কোন অভিসন্ধি বাস্তবে রূপ নেবে না। শান্তিপূর্ণভাবেই ২৫শে মে ভোট হবে কেশপুরে।

Latest