Skip to content

লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে!

নিজস্ব সংবাদদাতা :  আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আজ ১২ রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।আজ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি, অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, কর্ণাটকের ১৪টি, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ছ'টি, মহারাষ্ট্রের আটটি, মণিপুরের একটি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরায় একটি, উত্তরপ্রদেশে আটটি ও জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ চলছে। সাত সকালে বেঙ্গালুরুর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ভোট দিয়ে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রতি পাঁচ বছরে একবার আমরা আমাদের সংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ পাই। সে যে দলের প্রার্থীই হোক না কেন, আমাদের শাসক বাছাই করার সুযোগ পাই। আজ খুব আনন্দের দিন। আজ আমাদের সকলের নিজেদে শক্তি প্রয়োগের ক্ষেত্রে উৎসাহী হওয়া উচিত। নারায়ণ মূর্তির সঙ্গে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন লেখিকা সুধা মূর্তিও। তিনি ভোট দিয়ে বেরিয়ে বলেন, সবাইকে বলতে চাই- ঘরে বসে থাকবেন না, বাইরে এসে ভোট দিন, নিজের নেতা বেছে নিন। আমি সবসময় মনে করি যে গ্রামের তুলনায় শহুরে মানুষ কম ভোট দেয়। আমি তাই তরুণদের অনুরোধ করছি, যাতে তারা বাইরে এসে ভোট দেন।ভোটকেন্দ্রের দরজা খোলার আগে থেকেই জম্মুর বুথে বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা।

Latest