Skip to content

বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী !

নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যোগ দেন তৃণমূলে। সম্প্রতি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এক মিছিলে শামিল রানাঘাটের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। BJP প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রানাঘাট লোকসভা কেন্দ্রে শনিবার সভা করেন মিঠুন চক্রবর্তী। তাহেরপুরের মাঠে এদিন জনসভা করেন মিঠুন। সেখানেই বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। ভোটের আগে নির্বাচন কমিশনে মুকুটমণি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী সম্পর্কে মুকুটমণি জানান, তাঁরা আলাদা থাকেন। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও চলছে। এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুটমণির স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী বলেন, “উনি তো বিয়েটাই চেপে রাখতে বলেছিলেন। পরে আমাকে ডিভোর্সের ব্যাপারে চাপ দিতে থাকেন মুকুটমণি অধিকারী ও তাঁর পরিবার। আমি FIR করি।” মুকুটমণি অধিকারী বলেন, “বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলা খেলছেন। একজন অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তী আমাদের সম্মানীয়। তবে তাঁর সভাতেও যখন নোংরামো হচ্ছে, তখন নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তাভাবনা করবে।”

Latest