Skip to content

এক যুগেরও বেশি সময় ধরে খেলে "রিয়াল মাদ্রিদ" পর্ব শেষ করলেন লুকা মদ্রিচ!

মিডফিল্ডার লুকা মদ্রিচ চোখের জলে বিদায় জানালেন প্রাণপ্রিয় ক্লাবকে। রিয়ালের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এবার শেষ করলেন...............

নিজস্ব সংবাদদাতা : এক যুগেরও বেশি সময় ধরে স্পেনের জায়েন্ট দল রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ক্রোয়েশিয়ার সুপারস্টার মিডফিল্ডার লুকা মদ্রিচ রিয়ালের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এবার শেষ করলেন। রিয়ালে এসে অনেক খ্যাতিও কুড়িয়েছেন এই মিডফিল্ড জেনারেল। কিছু দিন আগেই নিজের ইনস্টাগ্রামে সেই বার্তাও দেন। সেই মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৪ মে রিয়াল সোসিদাদের হয়ে শেষ ম্যাচ খেললেন লুকা। লাস্ট দিন মাঠে উপস্থিত ছিলেন এক সময়ের সহ যোদ্ধা জার্মান স্নাইপার টনি। লুকার রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ইতিহাসে সাফল্যের লিস্টে আছে ২৮টি ট্রফি। যার মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ। মাদ্রিদের হয়ে দারুন ফুটবল খেলে ২০১৮ সালে মেসি ও রোনাল্ডো দুই মহাতারকার ব্যালন ডি অর আধিপত্য ভেঙে লুকা মদ্রিচ ওই বছরই ব্যালন ডি অর জেতেন। তারই সাথে ২০১৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হন তিনি। রিয়াল মাদ্রিদের প্রাক্তন থেকে বর্তমান টিমমেটরা অবসরের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক সময়ে একসাথে খেলা বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,"সব কিছুর জন্য অনেক ধন্যবাদ তোমাকে লুকা। এই ক্লাবে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণীয় হয়ে থাকবে। সামনে অনেক সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য।” ফরাসি তারকা প্লেয়ার কিলিয়ান এমবাপে লিখেছেন, “আমি খুব ভাগ্যবান যে এই মরসুমে তোমার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ড্রেসিংরুম ভাগ করে নিতে পেরেছি। মহান প্লেয়ার বলতে আসলে কী বোঝায়, তোমোকে দেখে বুঝতে পেরেছি। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার আগে তুমি অসাধারণ মনের মানুষ। সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ লেজেন্ড।”

Latest