Skip to content

বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  আজ, অর্থাৎ ৭ই সেপ্টেম্বর, বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। সবচেয়ে বিশেষ বিষয় হল ভারতীয়রা এটি দেখতে পাবেন। যদিও গ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, হিন্দু ধর্মে এটিকে অশুভ বলে মনে করা হয়। যখনই কোনও গ্রহণ হয়, তার আগে থেকেই এর সূতককাল শুরু হয়। সূতক যুগের সমাপ্তি ঘটে গ্রহণের সমাপ্তির সাথে সাথে। আজ সারা বিশ্বের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে, যা ভারতের অনেক রাজ্যে দেখা যাবে। ভারতে এটি দেখার সেরা সময় হল রাত ১১:০০ টা থেকে রাত ১২:২২ টা পর্যন্ত।  চন্দ্রগ্রহণটি ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, জয়পুর এবং লখনউয়ের মতো রাজ্যগুলিতে দেখা যাবে।

Latest