Skip to content

২রা মে,শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে!

নিজস্ব সংবাদদাতা : আগামী ২ রা মে, শুক্রবার ফল প্রকাশ মাধ‍্যমিকের। ওইদিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। মধ‍্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ‍্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড।এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। 

May be an image of blueprint, ticket stub and text

Latest