Skip to content

বাবা ভিক্ষা করেন ও দৃষ্টিহীন ছেলে মাধ্যমিকে প্রায় ৮৬ শতাংশ নম্বর পেয়েছে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বাবা ভিক্ষা করেন ও মা নেই। অভাবের সংসার। তারমধ্যে ও ছেলে মাধ্যমিকে প্রায় ৮৬ শতাংশ নম্বর পেয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দৃষ্টিহীন প্রেমজিৎ সাউ শালবনির পিড়াকাটা হাই স্কুলের ছাত্র। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি পিড়াকাটার কিছু দূরে মালিদায়। বড় হয়ে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে প্রেমজিৎ।প্রেমজিৎ বলছিল, ‘‘আমরা দুই ভাই চোখে দেখতে পাই না। জন্ম থেকেই এই সমস্যা। কম আলোয় দেখতে পাই না। খুব বেশি আলোয় দেখতে পাই না।তার কথায়, ‘‘ইচ্ছে রয়েছে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার। আর্থিক অবস্থা তো ভাল নয়। পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। প্রেমজিতের মাধ্যমিকের ফল অবশ্য উজ্জ্বল। তার প্রাপ্ত নম্বর ৬০১। শতাংশের নিরিখে ৮৫.৮৫ শতাংশ। বাংলায় পেয়েছে ৮৭, ইংরেজিতে ৮৩, অঙ্কে ৯৩, ভৌতবিজ্ঞানে ৮২, জীবনবিজ্ঞানে ৮৬, ইতিহাসে ৮০, ভূগোলে ৯০। সার্বিক ভাবে গ্রেড ‘এ-প্লাস’। পরিবারের জমিজমা নেই। বাবা সন্দীপ সাউ ভিক্ষা করে সংসার চালান। মা ববিতা সাউ মারা গিয়েছেন বছর সাতেক আগে। মর্মান্তিক দুর্ঘটনায়। আর প্রেমজিতেরা দু’ভাই। দৃষ্টিহারা ছেলেটির মাধ্যমিকের এমন ফল দেখে আপ্লুত গ্রামবাসী।

Latest