নিজস্ব সংবাদদাতা : হিন্দুশাস্ত্রমতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয়। তবে ২০২৫ সালে মহাশিবরাত্রি কবে পড়ছে, তা নিয়ে রয়েছে সংশয়। চলতি বছরে শিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি, নাকি ২৭ ফেব্রুয়ারি পড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পঞ্জিকা মতে ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীতে এই তিথি পড়ে থাকে। ফলত, চলতি বছরে ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথি কবে পড়ছে, তা দেখা যাক।
শিবরাত্রির তিথি:-
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শিবরাত্রির তিথি ২৬ ফেব্রুয়ারি পড়ছে। শিবরাত্রির ব্রত অনেকেই পালন করেন। আর তা ফল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। ক্যালেন্ডার বলছে, মহাশিবরাত্রির চতুর্দশী তিথি ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টা ৮ মিনিটে শুরু হবে। আর সেই তিথি ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিটে শেষ হবে। উল্লেখ্য, মহাশিবরাত্রির তিথিতে উদয়া তিথির মান্যতা নেই। এই পুজোয় নিশিথ পুজোর আলাদা মাহাত্ম্য রয়েছে। আর চতুর্দশী তিথিতে সব সময়ই পুজো নিশিথকালে হয়। ২৭ ফেব্রুয়ারি সকালে চতুর্দশী তিথি শেষ হবে। সেই নিরিখে শিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি রাতেই পালিত হবে। ফলত মহাশিবরাত্রি ২৬ ফেব্রুয়ারিতেই পালিত হবে।