নিজস্ব সংবাদদাতা : বুধবার ভরসন্ধ্যায় জনবহুল ওই এলাকায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুন নেভাতে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন বহরে বাড়তে থাকায় ক্রমে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার সন্ধেয় সেখানে পরপর দোকানে আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এলাকায় একটি কাঠের দ্রব্যাদি তৈরির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্যবস্তু থেকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে।এমনিতেই টেরিটি বাজার ঘিঞ্জি এলাকা, বাজার এবং জনবসতিপূর্ণ। স্বাভাবিক ভাবেই দ্রুত বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়। এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়। দোকানের সব মানুষকে সুরক্ষিতভাবে সরিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।