Skip to content

দলের উদ্দেশে বার্তা মমতার-"আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি "।

আরামবাগ, নিজস্ব সংবাদদাতা : আগামী ২০ মে ভোটগ্রহণ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। তার আগে দলীয় প্রার্থী মিতালী বাগের সমর্থনে আজ নির্বাচনী জনসভা থেকে দলের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে প্রচারে গিয়েছিলেন । কিছুদিন আগেই মিতালী বাগের গাড়িতে হামলার অভিযোগে বললেন, ‘বিজেপির হার্মাদদের এটাই কাজ। আমি তাই বলছি, শান্তি চান? নাকি রক্তারক্তি চান?’ এরপর বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে মমতা এটাও বলে দিলেন, ‘আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না।’ দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল আরামবাগ লোকসভা কেন্দ্র । পরবর্তী সময়ে ২০১৪ সালের লোকসভা ভোটে দখল নেয় তৃণমূল। তখন থেকে টানা দু’বারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে তৃণমূল ভরসা রেখেছে মিতালী বাগের উপর। আজ আরামবাগের সভা থেকে দলের নেতা-নেত্রীদের উদ্দেশে মমতা বললেন, ‘অনেক কষ্ট করে আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, কে বড় নেতা, কে ছোট নেতা- এসব কেয়ার করবেন না। মানুষকে কেয়ার করুন। আর কিছু লাগবে না।’

Latest