নিজস্ব সংবাদদাতা : রাজভবনে দেশের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠক কেবলই সৌজন্যমূলক বলেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে কোনওরকম রাজনৈতিক মন্তব্য হয়নি বলেই জানালেন তিনি।তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় কি রাজ্যের বকেয়া নিয়ে কোনও প্রশ্ন উঠেছে? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন , আমি এটা পরিষ্কার বলে দিতে চাই, এখানে কোনও রাজনৈতিক মন্তব্য করব না। যা বলার আমার দল বলবে। এটা প্রটোকল বজায় রেখে একটি বৈঠক হয়েছে।