Skip to content

পুলিশের কনস্টেবলের পোশাক চুরি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি!

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুলিশের কনস্টেবলের পোশাক চুরি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করতেন নীরজ- এই অভিযোগে প্রথমে তাঁকে আটক করে কসবা থানা পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।কাঠগোড়ায় এক সিভিক ভলান্টিয়ার। এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং বর্তমানে কলকাতার প্রগতি ময়দান থানায় কর্মরত। বৃহস্পতিবার ২২শে মে, রাতে কসবা থানা এলাকায় বাসিন্দারা পুলিশে ফোন (১০০ ডায়াল) করেন। তাঁরা জানান, সেখানকার এক সিভিক ভলান্টিয়ার পুলিশের উর্দি পড়ে, নিজেকে অফিসার পরিচয় দিয়ে বাসিন্দাদের থেকে তোলা তুলছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানা পুলিশ। আটক করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।তদন্তে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Latest