Skip to content

মেদিনীপুরে রাজার পুকুরে পড়েছিলো চলন্ত মারুতি, কাউন্সিলর ওপুলিশ-প্রশাসনের সহযোগিতায় হল উদ্ধার!

1 min read

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী : শনিবার ভর সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাজাবাজারের অদূরে রাজার পুকুরে চলন্ত মারুতি গাড়ি নিয়ে পড়ে গিয়েছিলেন এক চালক। স্থানীয়দের সহায়তায় চালককে দ্রুত উদ্ধার করা হলেও, মারুতি গাড়িটি শনিবার রাতে আর তোলা হয়নি। অবশেষে রবিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে এবং পুলিশ-প্রশাসনের সহযোগিতায় জেসিবি-র সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ মারুতি গাড়িটি রাজারপুকুর থেকে তোলা হয় বা উদ্ধার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মারুতি গাড়ি নিয়ে রাজারপুকুরে পড়ে গিয়েছিলেন এক চালক। গাড়িতে খালাসীও ছিলেন বলে জানা যায়। তাঁদের দু'জনকেই স্থানীয়রা উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু সহ কোতোয়ালী থানার পুলিশ। তবে,মারুতি-টি রাতে তোলা সম্ভব হয়নি। রবিবার দুপুরে জেসিবি-র সাহায্যে সেটি উদ্ধার করা হয়।

Latest