পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : "সব খেলার সেরা বাঙালির ফুটবল" এই কথাটিকে পাথেয় করে মেদিনীপুর শহর লাগোয়া জঙ্গলমহলের গুড়গুড়িপাল থানার অন্তর্গত ঢড়রাশোল গ্রামে ঢড়রাশোল বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল মহারণ উৎসব পালন হল। যাতে অংশ গ্রহণ করেছিল বাংলার বেশ কিছু ভালো ভালো টিম। মোট ১৬টি দল নিয়ে এই খেলা হয়েছিল। তারই চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল গতকাল। অংশগ্রহণ করেছিলেন মেদিনীপুর শহরেরই দুই দল SB XI ও মেদিনীপুর ফুটবল একাডেমি। যাতে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটি তে মেদিনীপুর ফুটবল একাডেমি জয় লাভ করে এবং SB XI মেদিনীপুর বিজিত ঘোষিত হয়।সত্যি দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।



LikeCommentShare