Skip to content

মেদিনীপুরের 'দ্য ট্রি কিডস স্কুল' ১১তম বর্ষ পূর্তি উৎসব পালন হল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের বেসরকারি শিশু শিক্ষা কেন্দ্র গুলির মধ্যে অন্যতম বিদ্যালয় হল দি ট্রি কিডস স্কুল। স্কুলের ১১ তম বর্ষ পূর্তি উৎসব পালন হল । মেদিনীপুরের 'দ্য ট্রি কিডস স্কুল' সকলের কাছে বহু মূল্য পরিচিত ইংলিশ মিডিয়াম দ‍্য ট্রি কিডস স্কুল, শিক্ষা জগতে মানুষদের কাছে প্রশংসা পেয়েছে যথেষ্ট এই ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলের প্রতিষ্ঠানের মুখ্য উদ্যোক্তা ছিলেন মৃণাল কান্তি বারিক। স্কুলের প্রিন্সিপাল রুপা খান বারিক বলেন এই ইস্কুলের সাফল্য যদি দিতে চায় তবে আমার স্বামী মৃনাল কান্তি বারিক, তার সঙ্গে তার স্কুলের সমস্ত শিক্ষিকা থেকে ক্লাসের স্টাফদের অত্যন্ত প্রচেষ্টাকে সঙ্গী করে শিক্ষার এই মন্দির কে দূর দুরান্তে জনগণের মনের হৃদয় পৌঁছে দিয়েছে। ১৮ই ডিসেম্বর ২০২৩ সালের স্কুলের এই ১১ তম বর্ষ পূর্তি উৎসব পালন করা হলো প্রদ্যুৎ স্মৃতি ভবনে। যেখানে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কে নিয়ে 'দ্য ট্রি কিডস স্কুলের সেলিব্রেশন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, 'দ্য ট্রি কিডস স্কুলের কর্ণধর রূপা খান বারিক, এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল - মাননীয়া রুম্পা খান বারিক,মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, খড়গপুর গ্রামীন বিধায়ক দিনেন রায়, নির্মাল চক্রবর্তী,হিমাদ্রি খান,বিশিষ্ট সমাজ সেবী মৃনাল কান্তি বারিক, এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।

Latest