পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর আর্ট একাডেমির পরিচালনায় গত ২৬ ও ২৭শে অক্টোবর মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো যেমন খুশি আঁকো প্রতিযোগিতা! এবছর ২৩ তম বর্ষ সারা বাংলার সর্ববৃহৎ শ্রেণী ভিত্তিক যেমন খুশি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ফলাফল ঘোষণা হবে ১১ই ডিসেম্বর।পুরস্কার বিতরণী হবে ১২ই জানুয়ারি, ২০২৫,। আট একাডেমী রাজীব দাস বলেন অংকনের ক্ষেত্রে আমরা অনেক পরিবর্তন এনেছি এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে আট হাজার প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১২ই জানুয়ারি ২০২৫ বিদ্যাসাগর হলে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আমরা সমস্ত প্রতিযোগিদের হাতে সান্তনা পুরস্কার তুলে দিচ্ছি এবং প্রত্যেক প্রতিযোগীকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করব । ১৪টি বিভাকে ৪টি স্বর্ণ সরস্বতী ও ৪৬ টি রৌপ্য সরস্বতী প্রতিযোগিদের হাতে তুলে দেওয়া হবে । মোট ১০ হাজার প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় সমস্ত শ্রেণীর প্রতিযোগিরাই অংশগ্রহণ করেছে কিন্তু তাদের মধ্যে শ্রেণী ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার ফলাফল তারা জানতে পারবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আগামী ১২ই জানুয়ারি ২০২৫ মেদিনীপুর ফুড ফেস্টিভ্যালের রবীন্দ্র মুক্ত মঞ্চে থেকে সমস্ত প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে।
