পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরে কলেজিয়েট স্কুলের বুথে সিআরপিএফ নির্দিষ্ট একটি বোতামে ভোট দেওয়ার কথা বলার অভিযোগ ওঠায় সেখানে ছুটে যান প্রার্থী জুন মালিয়া। তিনি এসে ঘুরে দেখার পর ওই সিআরপিএফ জওয়ানের নামে অভিযোগ করেন। মেদিনীপুর শহরে সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। কারণ এই জওয়ান ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ জুনের। জুনের অভিযোগ, ‘বেশ কিছু ইভিএম খারাপ ছিল। যার ফলে ভোটাররা নাকাল হন। তাও লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁরা ভোট দিয়েছেন। ইভিএম পরে ঠিক হয়েছে। তবে একজন জওয়ান যেভাবে ভোটারদের প্রভাবিত করছে সেটা উদ্বেগজনক।তারপরই ওই বুথের ভিতরে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। কার্যত চিৎকার করতে দেখা যায় তাঁকে।