Skip to content

মেদিনীপুর পৌরসভার চোখে ধুলো দিয়ে, বিজ্ঞাপনে ঢেকেছে শহর-বাদ যায়নি বীর বিপ্লবীদের মূর্তিও!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় তথা চক বাজারে দেখা যায় বিভিন্ন স্বাধীনতা সংগামী বীর বিপ্লবীদের মূর্তি। কিন্তু এই মনীষীদের ও বিপ্লবীদের মূর্তিগুলি কিছু জায়গায় রয়ে গেছে আড়ালে। কারণ মেদিনীপুর পুরসভার চোখে ধুলো দিয়েই একাধিক দোকানে লাগানো হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন মেস বাড়ির বিজ্ঞাপন। বাদ যায়না ল্যাম্প পোস্ট থেকে গাছপালাও। প্রায় শহর জুড়ে যা চোখে পড়ে। এবার সেইগুলি সরানোর দাবি নিয়েই বিপ্লবী বিমল দাসগুপ্তের গড়ে তোলা 'শহীদ প্রশস্তি' সমিতি ডেপুটেশন জমা দিলো মহকুমা শাসকের কাছে। সমিতির পক্ষ থেকে সোমবার উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক প্রাণতোষ মাইতি,মানিক পড়িয়া প্রমুখ। তাদের অভিযোগ শহরের ভীমতলা চকে রামকৃষ্ণ রায়, নিমতলা চকে ক্ষুদিরাম বসু-এর মূর্তির সামনে রয়েছে বড় বড় বিজ্ঞাপন। অন্যদিকে আবার বটতলা চকে প্রদ্যুৎ ভট্টাচার্যর মূর্তি অন্ধকারে রয়েছে। ক্ষুদিরাম বসুর মূর্তির উপরে ক্লক টাওয়ার নানারকম আলো থাকলেও মূর্তিটি অন্ধকারের পরে রয়েছে। যদিও মেদিনীপুর পৌরসভা ইতিমধ্যেই পঞ্চুরচক থেকে গোলকুয়া চক পর্যন্ত মনীষীদের মূর্তি সংস্কারের কাজে উদ্যোগী হয়েছে। সমতির তরফ থেকে অধ্যাপক মঙ্গল কুমার নায়ক বলেন 'মহাকুমা শাসক আগামী ১৫ই আগস্ট এর মধ্যে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপে নিবেন বলে জানিয়েছেন'।

Latest