Skip to content

সিএ বি দ্বারা আয়োজিত অনূর্ধ্ব পনেরো, আন্তঃ-জেলা ক্রিকেট চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হলো মেদিনীপুর দল !

নিজস্ব সংবাদদাতা : গত ৭ই এপ্রিল রবিবার ও ৮ই এপ্রিল সোমবার কলকাতার টাউন ক্লাবের মাঠে আয়োজিত হলো অনূর্ধ্ব পনেরো, আন্তঃ-জেলা ক্রিকেট চ্যাম্পিয়ন লিগ । ফাইনালে দক্ষিণ ২৪ পরগনা-কে ১২২ রানে পরাজিত করে মেদিনীপুর দল।উল্লেখ্য, গত ৭ই এপ্রিল রবিবার টসে জিতে দক্ষিণ ২৪ পরগনা ব্যাট করতে পাঠায় মেদিনীপুর- কে। মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই খেলা চলে। তবে, ৮৫ ওভারের খেলা হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার জন্য তা কমিয়ে ৪৬ ওভার করা হয়। যদিও, ওই দিন মাত্র ৩১ ওভার খেলা হয়। তাতে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে মেদিনীপুর। সোমবার ৮ই এপ্রিল বাকি ১৫ ওভারে ১০৯ রান করে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব পনেরো ক্রিকেটাররা। সবমিলিয়ে নির্ধারিত ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে মেদিনীপুর। অনীশ মহাপাত্র ১১৭ বলে ১০২ রান করেন। অঙ্কুশ চক্রবর্তী ২৮ বলে ৩৭ রান এবং স্বস্তিক মাইতি ৩৬ বলে ২৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুরের অধিনায়ক ওম কুমার দাস এবং অঙ্কুশ চক্রবর্তীর স্পিনের ভেলকিতে মাত্র ৩৬ ওভারেই (৩৬.১) ৯১ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা! ওম এবং অঙ্কুশ যথাক্রমে ৫টি ও ৪টি উইকেট পান। সেঞ্চুরি করেন মেদিনীপুরের অনীশ মহাপাত্র। তাঁকেই 'ম্যান অফ দ্য ম্যাচ' ঘোষণা করা হয় সিএবি-র তরফে।উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ও কোচ অশোক মালহোত্রা প্রমুখ।

Latest