Skip to content

সোমবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুজো কার্নিভাল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ‘আসছে বছর আবার হবে’...চলতি বছরের মতো দুর্গাপুজো শেষ। কিন্তু উৎসবের রেশ জাগিয়ে রেখেছে পুজো কার্নিভাল। মেদিনীপুর শহরে দুর্গাপুজো শেষবেলায় । রবিবার দশমী থেকেই বিদায়ের সুর বাজছে আকাশে বাতাসে । সোমবার মেদিনীপুর পৌরসভায় ক‍্যার্নিভালের দুর্গাপুজো ক‍্যার্নিভাল সোমবার মেদিনীপুরের ঝাঁক চকচকে দূর্গাপূজো ক‍্যার্নিভালে শোভাযাত্রা শহরের বটতলা চক থেকে গোঁলকুয়া চক রাস্তার সেজে উঠেছে রঙ্গিন আলপনা । সেই ক‍্যার্নিভালকে দেখতে ব্যাপক ভিড় লক্ষ করা গেল রাস্তার দু'ধারে। এবারে শহরে ১৭টি পুজো কমিটি এই ক‍্যার্নিভাল অংশ নেয়। উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী খড়্গপুর গ্রামীন বিধায়ক দিনেন রায়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ নেতৃবৃন্দ। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো ক‍্যার্নিভাল।

Latest