Skip to content

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে বারবার সরব হয়েছিল মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার চিকিৎসকেরা

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে বারবার সরব হয়েছিল মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার চিকিৎসকেরা। জুনিয়ার চিকিৎসকদের সেই দাবির ভিত্তিতে কতখানি পরিকাঠামোর উন্নয়ন হয়েছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যালে এলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত স্বাস্থ্য আধিকারিক নেহা দাস এদিন মেদিনীপুর মেডিক্যালের সমস্ত দিক ঘুরে দেখেন। চিকিৎসকদের জন্য তৈরী রেস্টরুম, বাথরুম, রোগী ভিসিট রুম, এসি, পর্যাপ্ত জলের ব্যাবস্থা ইত্যাদি ঘুরে দেখেন তিনি। যে সমস্ত কাজ এখনও সম্পন্ন হয়নি, তা অতি দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। যদিও তিনি পুরো বিষয় নিয়ে এখুনি সাংবাদিকদের কিছু বলতে চাননি।

Latest