Skip to content

মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে এক্সপায়ার্ড ওষুধ দেওয়ার অভিযোগ!

1 min read

পশ্চিম মেদিনীপুরসেখ ওয়ারেশ আলী : এবার মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে এক্সপায়ার্ড ওষুধ দেওয়ার অভিযোগ উঠলো মেদিনীপুর পৌর এলাকারই এক ব্যক্তিক। অভিযোগ তুলেছেন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্ডী প্রসাদ দত্ত। তার অভিযোগ, গত ২৮ শে অক্টোবর মেদিনীপুর পৌরসভার স্বাস্থ বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল গত দুদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগে যান চন্ডী প্রসাদ দত্ত। কিন্তু অভিযোগ তাকে যে ওষুধ দেওয়া হয় তা এক্সপায়ার্ড। অর্থাৎ গত অক্টোবর মাসেই সময় অতিক্রান্ত হয়েছে ওষুধের। তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধ গুলি এক্সপায়ার্ড।
যদিও এবিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, অবশ্যই এটা একটা ভুল হয়েছে, যারা ওষুধ দিয়েছে, তাদের এক্সপায়ার্ড ডেট দেখে দেওয়া উচিৎ ছিল। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 

Latest