Skip to content

রাজা বাজারে এলাকার কাউন্সিলর কে সঙ্গে নিয়ে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয়!

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: রবিবার ভাইফোঁটা। স্বভাবতই রবিবারের বাজারে ভিড় থাকে বেশ ভালই। তাই ভোট প্রচারের জন্য সকাল সকাল বাজারকেই বেছে নিয়েছেন বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। এদিন সকালে শহরের ৯ নং ওয়ার্ডের পঞ্চুরচক রাজা বাজারে তাই নির্বাচনী প্রচার করলেন প্রার্থী। স্থানীয় বিক্রেতা, ক্রেতা এবং বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার করেন সুজয় হাজরা । শহরের ভোটারদের সঙ্গে জনসংযোগ স্থাপনের মধ্য দিয়ে নিজের ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরে পৌঁছে যাওয়ার চাহিদা নিয়ে পঞ্চুরচক-রাজা বাজারে এদিনের কর্মসূচি করা হয়। সুজয় হাজরা সঙ্গে এলাকার কাউন্সিলর সৌরভ বসুকে সঙ্গে নিয়ে যেমন এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন, তেমনই নির্বাচনে জয়লাভের পর তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দিলেন। পাশাপশি আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে বজায় রাখার আবেদন জানালেন সকলেই।

Latest