পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : একুশে জুলাইয়ের প্রচারের কারণে তৃণমূল দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়, যার ফলে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্য পড়িয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। রাঙ্গামাটির মেদিনীপুর শহরের তাম্রলিপ্ত সমবায় স্পিনিং মিল হল রাজ্যের ছয়টি সরকারি স্পিনিং মিলের মধ্যে প্রথম। তৃণমূল উপদলের মধ্যে বিরোধ স্পিনিং মিলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবর্তিত হয়, আইএনটিটিইউসি বা ফেডারেশন এর কার্যক্রম তত্ত্বাবধান করবে কিনা তা নিয়ে মতবিরোধ। কাউন্সিলর সত্য পাডিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং INTTUC-এর কর্মী সমর্থকদের আরও অভিযোগ শুধু এই ব্যানার ছেড়া নয়, মাসখানেক আগেও মিল চত্বরে থাকা সংগঠনের অফিসে তালা ভাঙার অভিযোগ, ওই কাউন্সিলরের নেতৃত্বে। মেদিনীপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্য পড়িয়ার বক্তব্য ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন তিনি ।