Skip to content

মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের রাজাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর মাত্র ৭২ দিন পরেই বাংলা তথা বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আরাধনায়। তার আগে এখন থেকেই পুজো প্রস্তুতি শুরু করল মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের রাজাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার বিকেলে খুঁটি পুজোর মধ্য দিয়ে ৪০ তম বর্ষ পুজোর প্রস্তুতি শুরু করলো পুজো উদ্যোক্তারা। এদিন বিকেলে পুরোহিতের মন্ত্র উচ্চারণ মধ্য দিয়ে এবং শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি ঢাকের তালে, হকারে রীতিনীতি মেনে সমাজসেবী সুজয় হাজরা ও মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান হাত দিয়ে খুঁটি পুজো শুভ সূচনা করে। এছাড়াও খুঁটি পুজো উপলক্ষ্যে এদিন ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো মন্ডপ প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, সমাজসেবী সুজয় হাজরা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার ইন্দ্রজিৎ পানীগ্রাহী, এ.ডি বর্মন, শান্তনু চক্রবর্তী, অনুপ সিং, বিশ্বজিৎ গোপ সহ পুজো কমিটির সমস্ত কর্মকর্তা ও মহিলা সদস্যরা। পুজো উদ্যোক্তা ইন্দ্রজিৎ পানীগ্রাহী জানান, এবার তাদের পুজো মন্ডপ হতে চলেছে রাজবাড়ী ও মন্দিরের অনুকরণে। প্রতিমা থাকবে সাবেকি। পুজোর বাজেট থাকছে আনুমানিক সাড়ে ১০ লক্ষ টাকা। এবার রাজাবাজারের পুজো নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

Latest