Skip to content

আজ ২০শে জানুয়ারী সোমবার আমেরিকায় ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ২০শে জানুয়ারী সোমবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সোমবার ক্যাপিটলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এই আবহে ট্রাম্পকে শুভেচ্ছা জানাল প্রবাসী ভারতীয়দের সংগঠন 'ইন্ডিয়াস্পোরা' ৷ তাদের আশা, ট্রাম্প ২.০ সরকার ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে ৷ সংগঠনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমআর রঙ্গস্বামী বলেন, "সংগঠনের তরফে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছি ৷ আমার আশা আমেরিকার এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত ও সমৃদ্ধ হবে ৷" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারত ও আমেরিকার শীর্ষ কূটনীতিক ও রাজনীতিকরা ৷ সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ ভারতের সঙ্গে মজবুত দ্বি-পাক্ষিক সম্পর্ক বজায় রেখে চলার ক্ষেত্রে আমেরিকার অবদানও কোনও অংশে কম নয় ৷

Latest